দুর্নীতিবিরোধী অভিযানে আঘাত লাগছে স্বার্থগোষ্ঠীতে, পাল্টা হামলার অভিযোগ বিশ্লেষকের
প্রকাশিত : ২৯ জুলাই ২০২৫, ১২:০২:২৩
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, “অনেকের লেজ কাটা যাচ্ছে বলেই আমার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে।” তাঁর ভাষ্য অনুযায়ী, এর পেছনে জড়িত রয়েছেন বিভিন্ন দলের একাধিক প্রভাবশালী ব্যক্তি। সোমবার (২৮ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
মাহফুজ আলম লিখেছেন, “তদবিরের প্রসঙ্গ যখন উঠেছে, তখন একটি ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজনকে আমার ভাইয়ার সঙ্গে দেখা করান। বিটিভির একটি টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দেবে এবং জুলাই মাসে কয়েকটি দেশের প্রোগ্রামের জন্য সহযোগিতা করবে বলে জানান। বিষয়টি জানার পর আমি তা স্পষ্টভাবে নিষেধ করি। আমার অবস্থান ছিল উদ্দেশ্য সৎ হলেও রাষ্ট্রীয় আমানতের সঙ্গে আপস করা যাবে না। পরবর্তীতে ওই টেন্ডারের কার্যক্রমও স্থগিত করা হয়।”
তিনি আরও জানান, “পরবর্তীতে সেই ব্যক্তি আমাদের কনভারসেশন রেকর্ড করে তা এক সাংবাদিকের কাছে পাঠান। সাংবাদিক যোগাযোগ করলে আমি তাকে জানাই, আমরা এ কাজ করতে দেইনি। আর ওই ব্যক্তি পরিকল্পিতভাবে ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলেছিলেন। সাংবাদিকটি আমার বক্তব্যে আস্থা রাখেন এবং রেকর্ডটি আর প্রচার করেননি।”
উপদেষ্টা মাহফুজ আলম আরও লিখেছেন, “গত ১২ মাসে আমার বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হলেও কেউ দুর্নীতি বা আর্থিক অনিয়মের অভিযোগ আনতে পারেনি। এতে বিভিন্ন দলের প্রভাবশালীদের অস্বস্তি বাড়ছে। রাষ্ট্রের দায়িত্ব একটি পবিত্র আমানত, যা আমাদের কাছে হাজার কোটি টাকার চেয়েও গুরুত্বপূর্ণ।”
পোস্টের শেষদিকে তিনি উল্লেখ করেন, “কয়েকটি বাক্য নিয়ে অপ্রয়োজনে জলঘোলা হচ্ছে তাই তা সম্পাদনা করে দিয়েছি। জুলাই মাস অনেকের কাছে রাজনৈতিক মোবিলিটির সিঁড়ি হয়ে উঠেছে। একাধিক দলের প্রভাবশালীরাই আমার ও আমাদের বিরুদ্ধে সক্রিয়। এ অবস্থায় গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি।”