ধানমন্ডির বাসা থেকে আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে
প্রকাশিত : ২৪ জুলাই ২০২৫, ১০:৪১:৪৭
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ দেশের সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, খায়রুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খায়রুল হক ২০১০ সালে দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন এবং ২০১১ সালে অবসরে যান। তিনি ছিলেন বিচার বিভাগের একটি আলোচিত নাম। হাইকোর্ট বিভাগে থাকাকালে বঙ্গবন্ধু হত্যা মামলার রায়, সংবিধানের পঞ্চম সংশোধনী এবং ঢাকার চার নদী রক্ষা মামলার ঐতিহাসিক রায় প্রদান করেন।
আপিল বিভাগে থাকাকালে সবচেয়ে বিতর্কিত রায় ছিল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল। অনেক বিশ্লেষক মনে করেন, এই রায়ের পর থেকেই দেশের রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আসে।
২০১৩ সালে তিনি তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। এরপর বিভিন্ন মেয়াদে পুনর্নিয়োগ পেয়েছিলেন তিনি। তবে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ১৩ আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবং তারপর থেকে তিনি গণমাধ্যম ও জনসমক্ষে আর দেখা দেননি।
ডিবি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে কিছু মামলা ‘গুরুতর রাষ্ট্রীয় অপরাধ’-এর অভিযোগে দায়ের করা হয়েছে। তবে এসব মামলার বিস্তারিত বা গ্রেফতারের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি।
বিশ্লেষকরা মনে করছেন, সাবেক প্রধান বিচারপতির গ্রেফতার দেশের বিচার বিভাগ, প্রশাসন এবং রাজনীতির মধ্যে নতুন প্রশ্নের জন্ম দেবে। তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রকৃতি ও বিচারিক প্রক্রিয়া নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।