স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত শত রোগীর ভিড়, পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ না থাকায় ভোগান্তি বাড়ছে
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৫:৩৪
বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট মারাত্মক আকার ধারণ করেছে। ২৬ পদের মধ্যে ২২টি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় বর্তমানে মাত্র চারজন চিকিৎসক দিয়ে প্রায় তিন লাখ মানুষের চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে ৩৫০ থেকে ৫০০ রোগী এবং ইনডোরে ৪৫ থেকে ৬০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
কেবল সোনাতলার বাসিন্দারাই নয়, পার্শ্ববর্তী গাবতলী, গোবিন্দগঞ্জ ও সাঘাটা থেকেও রোগীরা এ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। চিকিৎসকের ঘাটতির পাশাপাশি ওষুধ সংকটেও পড়তে হচ্ছে রোগীদের। ব্যবস্থাপত্রে দেওয়া অধিকাংশ ওষুধ স্টোরে না মেলায় বাইরে থেকে কিনতে হচ্ছে। রোগীরা অভিযোগ করেছেন, স্টোর থেকে সাধারণত শুধু প্যারাসিটামল, অ্যান্টাসিড, মেট্রোনিডাজল ও হিস্টাসিনের মতো কিছু ওষুধই দেওয়া হয়।
অবকাঠামোগত দুরবস্থাও চোখে পড়ার মতো। স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জেনারেটর, ফলে বিদ্যুৎ চলে গেলে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। চারপাশে ঝোপঝাড়, মশার উপদ্রব, নোংরা আবর্জনা ও দুর্গন্ধে রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়ছে।
ঠাকুরপাড়া গ্রামের মিতালী রানী বলেন,
চিকিৎসক আমাকে একটি ক্রিম ব্যবহারের পরামর্শ দিলেও স্টোর থেকে সেটি পাইনি। পরে চিকিৎসকের নির্দেশে সেটি দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন কবিরাজ জানান, “এখানে বহিরাগত রোগীর চাপও অনেক। আগামী অক্টোবর মাসে নতুন চিকিৎসক নিয়োগ হবে। তখন শূন্যতা কেটে গিয়ে সমস্যা সমাধান হবে।”