জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাস্তা ব্লক করে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা কোনোভাবেই বরদাশত হবে না”
প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২:০৬:৫০
ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণকে কেন্দ্র করে চলমান অবরোধ কর্মসূচি প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “রাস্তা ব্লক করার অধিকার কারো নেই। তারা লাখ লাখ লোককে জিম্মি করে রেখেছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। আজকের মধ্যে সমাধান না হলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হবো।”
রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রশিক্ষণ, আসন্ন নির্বাচন, চুরি-ছিনতাই ও সীমান্ত নিরাপত্তাসহ নানা বিষয় আলোচনায় আসে।
ফরিদপুরের আন্দোলনের প্রসঙ্গে উপদেষ্টা বলেন,
দুটি ইউনিয়ন আগে ফরিদপুর-৪ আসনে থাকলেও নির্বাচন কমিশন সীমানা পুনর্নির্ধারণ করে ফরিদপুর-২ আসনে দিয়েছে। এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। ক্ষোভ থাকলে প্রোপার চ্যানেলে জানানো উচিত ছিল, কিন্তু জনভোগান্তি সৃষ্টি কাম্য নয়।
তিনি আরও বলেন,
এই দুটি ইউনিয়নে ভোটার সংখ্যা সীমিত। অথচ অবরোধের কারণে লাখ লাখ মানুষ ভোগান্তিতে পড়ছে। এটা মেনে নেওয়া হবে না।
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের হামিরদী ও আলগী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের বিরোধিতা করে ৫ সেপ্টেম্বর থেকে ভাঙ্গায় আন্দোলন শুরু করেন স্থানীয়রা। তারা ইউনিয়ন দুটি ফেরত চেয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন।