সরকারের সিদ্ধান্তে আবারও চাল আমদানি শুরু হলেও বাজারে দামের প্রভাব সামান্য, ক্রেতাদের আক্ষেপ কমছে না
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৯:৩২
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিনই আসছে ভারতীয় চাল। ২১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৭১ ট্রাকে মোট ২ হাজার ৪৮৫ টন চাল এসেছে। সরকারের আমদানির অনুমতি ও ইতিবাচক সিদ্ধান্তের ফলে দেশে চাল আমদানি অব্যাহত থাকলেও বাজারে এর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।
বন্দরের তথ্য অনুযায়ী, গত দুই সপ্তাহে স্বর্ণা, সম্পা কাটারি, রত্না ও মিনিকেটসহ বিভিন্ন জাতের চাল আমদানি হয়েছে। এর মধ্যে সম্পা কাটারি কেজি ৭০–৭১ টাকা, স্বর্ণা ৫২–৫৩ টাকা এবং আঠাশ জাতের চাল ৫৫–৫৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন,
চাল আমদানি শুরু হওয়ার আগেই ভারতের রফতানিকারকরা কেজিতে ৩–৪ টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। ফলে আমদানি করে বড় ধরনের লাভ হচ্ছে না এবং বাজারে দামের চাপ কমেনি।
খুচরা বাজারের বিক্রেতা হাফিজুর রহমান জানান, ১০–১২ দিন আগে সম্পা কাটারি বিক্রি হয়েছে কেজি ৭২ টাকায়, এখন সেটি ৭১ টাকায় বিক্রি হচ্ছে। ভোক্তারা বলছেন,
দাম এক থেকে দেড় টাকা কমলেও তা যথেষ্ট নয়। দিনমজুর শ্রেণি মনে করছে, আমদানির ফলে বাজার আরও কমার কথা।
আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে, সরকার আমদানি অব্যাহত রাখলে বাজার আরও স্থিতিশীল হতে পারে। অন্যদিকে, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, প্রায় চার মাস বন্ধ থাকার পর চাল আমদানি শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার জানান, চাল দ্রুত ছাড় নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে সর্বশেষ ১৫ এপ্রিল এ বন্দর দিয়ে চাল আমদানি হয়েছিল।