মোহাম্মদপুর আদাবরে কুখ্যাত ‘কবজি কাটা’ গ্রুপের সদস্যদের হামলা, সোহরাওয়ার্দীতে ভর্তি কনস্টেবল আল-আমিন
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০:২৫
রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় আল-আমিন নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদাবরের সুনিবিড় হাউজিংয়ের একটি গ্যারেজে দুই গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় আদাবর থানা পুলিশ। এ সময় কিশোর গ্যাংয়ের মূলহোতা জনি ও রনি ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। সড়কে দাঁড়িয়ে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে।
পুলিশ জানায়, এই গ্যাং কুখ্যাত ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য। মূলহোতা কবজি কাটা আনোয়ার কারাগারে থাকলেও জনি ও রনি এলাকায় প্রভাব বিস্তার করছে। তারা আদাবর-১০ নম্বর বালুর মাঠকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। স্থানীয়দের অভিযোগ, বারবার গ্রেফতার হলেও অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে পুনরায় ত্রাস সৃষ্টি করছে তারা।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের জানান, “সোমবার রাতে ৯৯৯-এ খবর আসে আদাবরে একটি গ্রুপ এক ব্যক্তিকে আটক রেখেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযানে গেলে সংঘর্ষ বাঁধে। এ সময় আরেকটি সন্ত্রাসী গ্রুপ কনস্টেবল আল-আমিনকে কুপিয়ে আহত করে। তাকে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।”
তিনি আরও জানান, সেনাবাহিনীর সহায়তায় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চলছে। গ্যাংটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি ও অর্থ আদায়ে জড়িত।