আওয়ামী লীগের নাম-নিশানা ছিল না, প্রেক্ষাপট বানিয়েছিল বিএনপি: রুমিন ফারহানা
বিএনপির যুগ্ম মহাসচিব রুমিন ফারহানা দাবি করেছেন, “এক সময় আওয়ামী লীগের কোনো সাংগঠনিক বলয় বা দৃশ্যমান অবস্থান ছিল না। বিএনপির উত্থান ও রাজপথের উত্তাপে তাদের নাম-নিশানা টিকেছিল।”এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।