গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত অন্তত ১০০, অনাহারে মৃত্যু বেড়ে ২৩৫
অবরুদ্ধ গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ভোর থেকে এ পর্যন্ত অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা শহরেই প্রাণ হারিয়েছেন ৬১ জন। বৃহস্পতিবার সকালে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।