শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় লাল-সবুজের মেয়েরা
প্রকাশিত : ২০ জুলাই ২০২৫, ১১:৪৭:০১
নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশি মেয়েরা।
ম্যাচের প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে তারা আরও তিনটি গোল করে নিশ্চিত করে বড় জয়। পুরো ম্যাচজুড়েই বল দখলে ও আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিক দলের। শ্রীলঙ্কার খেলোয়াড়রা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও, বাংলাদেশের রক্ষণভাগ ও আক্রমণভাগের গতি ও সমন্বয়ের কাছে তারা ছিল অসহায়।
এই জয়ের ফলে বাংলাদেশ টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। সোমবার টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের। ফাইনালসম এই ম্যাচে এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তবে হেরে গেলে শিরোপা যেতে পারে নেপালের হাতে, কারণ তাদের সংগ্রহও হতে পারে ১৫ পয়েন্ট, এবং তখন গোল ব্যবধান হবে নির্ধারক।
বাংলাদেশ যদি ম্যাচটি ড্র করে, তাহলেও তারা চ্যাম্পিয়ন হবে। নেপাল জিতলে চ্যাম্পিয়নের নির্ধারণ হবে গোল ব্যবধানে। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠেছে চূড়ান্ত লড়াইয়ের মঞ্চ।
বাংলাদেশ দলের এই ধারাবাহিকতা দেশের ফুটবলে নতুন আশা ও উদ্দীপনা যোগ করেছে। তরুণীদের এই সাফল্য ভবিষ্যতের জন্য নারী ফুটবলের মজবুত ভিত রচনা করছে।