সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
| ১৮ কার্তিক ১৪৩২
নাগরিক প্রতিদিন ডেস্ক
ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পর এবারের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থিদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচন হলে রমজানের পর দুই পক্ষের আলাদা আলাদাভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে ধর্ম উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন। দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।
এর আগে তিনি বলেছিলেন, টঙ্গীর বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে ভবিষ্যতে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে লক্ষ্যে দুই গ্রুপের সঙ্গে আলোচনা হয়েছে।