জাতীয় ঐকমত্যে অগ্রগতি নেই, সংস্কার প্রস্তাবে হতাশা
প্রকাশিত : ৩০ জুন ২০২৫, ১০:৪৫:২৬
সাংবিধানিক পদে নিয়োগের পদ্ধতি নিয়ে তিন দফা আলোচনা সত্ত্বেও কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। পাশাপাশি, দেশের গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার বিষয়ক বেশিরভাগ প্রস্তাব নিয়েও রাজনৈতিক দলগুলো এখনো সমঝোতায় আসতে পারেনি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ রোববার বৈঠকের শুরুতে বলেন, “আমরা আশা করেছিলাম ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে সবাই মিলে জুলাই সনদে স্বাক্ষর করব। তবে বাস্তবে সেটি কতটা সম্ভব হবে, তা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর। এ মুহূর্তে আমাদের কিছু শঙ্কা রয়েছে।”
কমিশন বর্তমানে সংস্কার নিয়ে দ্বিতীয় পর্বের বিষয়ভিত্তিক আলোচনায় আছেন, যেখানে মোট ২০টির মতো মৌলিক প্রস্তাব আলোচনা হওয়ার কথা রয়েছে। গত সাত দিনে এ পর্যন্ত ৯টি বিষয়ের আলোচনা হয়েছে, যার মধ্যে মাত্র দুটি বিষয়ে সম্পূর্ণ ঐকমত্য গড়ে তোলা গেছে। কিছু ক্ষেত্রে আংশিক সমঝোতাও হয়েছে। তবে এখনো কোনো প্রস্তাব আলোচনার টেবিল থেকে সরানো হয়নি।
রাজনৈতিক অমীমাংসার কারণে দেশের শাসন ব্যবস্থায় সংস্কারের জন্য নির্ধারিত পরিকল্পনাগুলো স্থবির হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আগামী দিনে রাজনৈতিক দলগুলোর সক্রিয়তা এবং ঐক্যবদ্ধ পদক্ষেপই নির্ধারণ করবে দেশের সাংবিধানিক সংস্কারের ভবিষ্যত।