জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান: সাংবাদিক ও চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৮:৫০:৫৭
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে দশম দিনে সাক্ষ্য প্রদান করেছেন সাংবাদিক ও চিকিৎসকরা। সাক্ষ্যদানকারী সিলেটের দুই সাংবাদিক জানান, তাদের চোখের সামনে ফটো সাংবাদিক আবু তোরাবকে গুলি করা হয় এবং পরে হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান। তারা উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ জুলাই গায়েবানা জানাজা ও পরবর্তী বিক্ষোভ মিছিলে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও গুলি চালানো বন্ধ হয়নি।
সাক্ষ্যদাতারা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে এই ঘটনার দায়ী করেছেন। এছাড়া, জুলাই আন্দোলনের সময় বিভিন্ন হাসপাতালে দায়িত্ব পালন করা চিকিৎসকরাও এই দিনে সাক্ষ্য দেন। দুপুর বারোটার কিছু আগে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার গত ৯ দিনে মোট ২৯ জন-জুলাই আন্দোলনে আহত, শহীদ পরিবারের সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী-সাক্ষ্য দিয়েছেন।
অন্যদিকে, রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি ও দুই জনকে হত্যা মামলায় পলাতক ডিএমপি কমিশনার হাবিবসহ চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর।