অর্থ মন্ত্রণালয় বিশেষ তহবিল থেকে অর্থ দিচ্ছে; পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে সচিব ১১৯ জন
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৬:০৩
প্রশাসনে কর্মকর্তা-কর্মচারীদের ভূতাপেক্ষ পদোন্নতি ও পাওনা পরিশোধের পরিমাণ এখনও নির্ধারণ করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। তবে পদোন্নতি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের প্রাপ্য অর্থ সরকারের বিশেষ তহবিল থেকে জোগান দেওয়া হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই তা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০০৯ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত পদোন্নতি ও পদ-পদবি বঞ্চিত এবং এ সময়ে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদনের ভিত্তিতে গঠিত ‘বঞ্চনা নিরসন কমিটি’ সুপারিশ তৈরি করে রাষ্ট্রপতির অনুমোদন নেয়। এরপর রাষ্ট্রপতি ৭৬৪ কর্মকর্তার ভূতাপেক্ষ পদোন্নতির অনুমোদন দেন।
তাদের মধ্যে সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন পদোন্নতি পান। ইতোমধ্যে ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৭৫ কোটি টাকা দেওয়া হয়েছে, যা সামনে আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সব পাওনা বিশেষ বরাদ্দ থেকে পরিশোধ করা হচ্ছে। পরবর্তীতে তা মূল বাজেটে অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বকেয়া টাকার জিও জারি করার প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসনে রদবদল ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে এবং বঞ্চিতদের পদোন্নতির সিদ্ধান্ত নেয়। জনপ্রশাসন সংস্কার কমিশন ব্যয় নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা বৃদ্ধির তাগিদ দিলেও প্রশাসনে ব্যয় অব্যাহতভাবে বাড়ছে।