সালমান এফ রহমান, আনিসুল হক, পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানোর আদেশ
প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৫, ৮:৫২:৪০
রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা তিনটি হত্যা মামলায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম উঠে এসেছে। বুধবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলামের আদালত মামলাগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এদিন তদন্ত কর্মকর্তারা আসামিদের আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন।
তিন মামলার মধ্যে রাসেল মিয়া হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা এসআই জহির উদ্দিন সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলক ও আবুল হাসানকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ইমরান হাসান হত্যা মামলায় জাহাঙ্গীর আলমকে এবং মেহেদী হাসান প্রান্ত হত্যা মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে পুলিশের গুলি ও সংঘর্ষে তিনজন নিহত হন রাসেল মিয়া (১৯ জানুয়ারি), ইমরান হাসান (৫ আগস্ট) ও মেহেদী হাসান প্রান্ত (৭ জুলাই)। নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নাম উল্লেখ করা হয়েছে।